![ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/comilla-janjot_135878.jpg)
কুমিল্লা, ১৯ এপ্রিল, এবিনিউজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে ফেণীর রেলওয়ে ওভার পাস পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে যানযটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানযটের সৃষ্টি হয়ে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী যাত্রীরা আটকা পরে দুর্ভোগে পড়েছে।
চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ জানান, বৃহস্পতিবার ভোর থেকে ফেণী রেলওয়ে ওভারপাসে সৃষ্ট যানযট বেলা সাড়ে ১১টা পর্যন্ত চৌদ্দগ্রাম পর্যন্ত পৌছেছে। যানযট নিরশনে পুলিশ কাজ করছে। যানযটে আটকাপড়া যাত্রীরা জানান মহাসড়কের ফেণী ওভারপাসের কাজ চলার কারণে প্রায়ই মহাসড়কের এই অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এবিএন/শাকিল মোল্লা/জসিম/নির্ঝর