বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • খেলাধুলা
  • রাতে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে সাকিবের হায়দরাবাদ

রাতে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে সাকিবের হায়দরাবাদ

রাতে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে সাকিবের হায়দরাবাদ

ঢাকা, ১৯ এপ্রিল, এবিনিউজ : চলতি মৌসুমে এখন পর্যন্ত জয়জয়কার সানরাইজার্স হায়দরাবাদের। নিজেদের ৩ ম্যাচের ৩ টিতেই টস জিতেছে দলটি। সেই সঙ্গে ৩ ম্যাচেই পেয়েছে জয়ের দখা।

আইপিএলে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হায়দরাবাদ আজ কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান ও চ্যানেল নাইন।

বলে-ব্যাটে এবার দারুণ খেলছে সানরাইজার্স। দলটির শেষ ৩ ম্যাচেই জয়ে ভূমিকা রেখেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজেদের শেষ ম্যাচে ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় পেয়েছে হায়দরাবাদ। ইডেনে হায়দরাবাদের এটা প্রথম জয়। কলকতাকে শেষ ম্যাচে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাইট শিবিরের সাবেক ৩ তারকা খেলোয়াড়। এর মধ্যে সাকিব ও ইউসুফ পাঠানের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ।

হায়দরাবাদের হয়ে শেষ ৩ ম্যাচে বোলিংয়ে ৫ উইকেটের সঙ্গে ব্যাট হাতে মোট ৩৯ রান করেছেন সাকিব। তাই আজও সানরাইজার্সের একাদশে প্রথম পছন্দ হতে পারেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

আইপিএলে হায়দরাবাদের বিপক্ষে শেষ চারবারের দেখায় সবকটিতেই হেরেছে পাঞ্জাব। তবে এবারের মৌসুমে শেষ ৩ ম্যাচের দুটিতে জিতে ফর্মে রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের দল। দলটির হয়ে গত ম্যাচে ৩৩ বলে ৬৩ রানের অসাধারণ এক ইনিংসে নিজের ফর্ম জানান দিয়েছে ক্রিস গেইল। আজ সেই ফর্ম ধরে রাখতে পারলে বিপদ হয়ে যেতে পারে হায়দরাবাদের।

এবার ৩ ম্যাচের ৩টিতেই জতে পয়েন্ট টেবিলর দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ। আর ৩ ম্যাচের ২টিতে জিতে তৃতীয় অবস্থানে পাঞ্জাব। দারুণ ফর্ম থাকা এই দুই দলের আজকের ম্যাচটি বেশ উত্তাপ ছাড়াবে বলে বিশ্বাস ক্রিকেট ভক্তদের।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত