![বোর্নমাউথকে হারিয়ে জয়ে ফিরল ম্যানইউ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/manu_135882.jpg)
ঢাকা, ১৯ এপ্রিল, এবিনিউজ : পয়েন্ট টেবিলের তলানির দলের কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার পথে এগিয়ে গেছে জোসে মরিনিয়োর শিষ্যরা।
প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে লুকাকু ও আলেক্সিস সানচেসকে বেঞ্চে রেখে একাদশ সাজান মরিনিয়ো। দুই ফরোয়ার্ডের অনুপস্থিতিতে ইউনাইটেডের আক্রমণ ছিল ধারহীন। শুরুতে ইউনাইটেডকে চাপে ফেলে বোর্নমাউথ। তবে পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি দলটি। বেশিরভাগ সময় পায়ে বল রাখা ইউনাইটেড খেই হারায় প্রতিপক্ষের রক্ষণে গিয়ে। প্রথম ২০ মিনিটে পরীক্ষায় পড়তে হয়নি কোনো গোলরক্ষকেরই।
২৭তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নেন মার্কাস র্যাশফোর্ড। তাকে হতাশ করেন বোর্নমাউথ গোলরক্ষক আসমির বেগোভিচ। পরের মিনিটে তাকে ফাঁকি দিয়ে ইউনাইটেডকে এগিয়ে নেন স্মলিং। আন্দের এররেরার ডিফেন্স চেরা পাসে জেসে লিনগার্ড খুঁজে পান ছুটে আসা স্মলিংকে। গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি এই ইংলিশ সেন্টার ব্যাক।
পিছিয়ে পড়া বোর্নমাউথ ৩৪ ও ৪৪তম মিনিটে দুইবার পরীক্ষা নেয় দাভিদ দে হেয়ার। দুইবারই দলকে বাঁচিয়ে দেন ইউনাইটেডের স্প্যানিশ এই গোলরক্ষক। ৬২তম মিনিটে বদলি নেমে ৮ মিনিটের মধ্যে জালের দেখা পেয়ে যান লুকাকু।
দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেওয়া গোলে দারুণ অবদান পল পগবার। তার অসাধারণ নিখুঁত পাসে প্রথম স্পর্শে জাল খুঁজে নেন বেলজিয়ান ফরোয়ার্ড লুকাকু।
এ জয়ে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকল ইউনাইটেড। সেরা চারে থেকে লিগ শেষ করতে শেষ ৪ ম্যাচে আর ২ পয়েন্ট চাই মরিনিয়োর শিষ্যদের। ম্যানচেস্টার সিটি ৩৩ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল।
এবিএন/সাদিক/জসিম