বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বাউফলে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বাউফলে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বাউফল (পটুয়াখালী), ১৯ এপ্রিল, এবিনিউজ : জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যান মন্ত্রণালয়ের সহযোগিতায় পটুয়াখালীর বাউফলের ইউএনও’র উদ্যোগে একই পরিবারের দুইজনের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু সুফিয়ান ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতে একই পরিবারের মরিয়ম বেগম (৫৫) ও তার মেয়ে খাদিজা বেগমের হাতে হুইল চেয়ার তুলে দেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান।

জানা যায়, একই পরিবারে আরো আইরিন ও কাওসার নামে দুইজন প্রতিবন্ধি রয়েছে। তাদেরকেও পর্যায়ক্রমে সহযোগিতা করা হবে বলে ইউএনও আশ্বাস দেন। হুইল চেয়ার পেয়ে মরিয়ম বেগম ও খাদিজা বেগম খুবই খুশী হয়েছেন।

এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত