![কাউখালীতে পল্লী বিদ্যুতের ভেলকি বাজিতে সাধারণ গ্রাহক অতিষ্ট](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/bidduthinota@abnews_135899.jpg)
কাউখালী (পিরোজপুর) , ১৯ এপ্রিল, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে পল্লী বিদ্যুতের ভেলকি বাজিতে সাধারণ গ্রাহকরা অতিষ্ট। গত তিন মাস ধরে গ্রীডে কাজ করার কথা বলে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়।
বিদ্যুৎ না থাকার কারনে উপজেলার ব্যবসা বাণিজ্য অফিস আদালত এবং কম্পিউটার ব্যবসায়ী ও সাংবাদিকরা চরম বিপাকের মধ্যে রয়েছে। এদিকে বিদ্যুৎ চালিত অটো রিক্সা সহ সব ধরনের যানবাহনের চার্জ না থাকায় অভ্যন্তরীন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে । যদিও দুই একটি ইজি বাইকে চার্জ দিয়ে রাখে তারা আবার ভাড়া দিগুন হাকায়। এতে করে সাধারণ মানুষ হয়রানীর শিকার হয়।
বিদ্যুৎ না থাকার কারনে বরফ তৈরী না হওয়ায় মৎস্য বরফজাত ও ফ্রিজের মালামাল নষ্ট হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি আশংকা করছেন। রাতে বিদ্যুৎ না থাকায় চুরি সহ ছোট খাট অপরাধ দিন দিন বেড়েই চলছে।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/নির্ঝর