বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নৌকা প্রতীকে হাবিবুর নাহার খালেককে দেখতে চায় রামপাল-মোংলাবাসী

নৌকা প্রতীকে হাবিবুর নাহার খালেককে দেখতে চায় রামপাল-মোংলাবাসী

নৌকা প্রতীকে হাবিবুর নাহার খালেককে দেখতে চায় রামপাল-মোংলাবাসী

মোংলা (বাগেরহাট), ১৯ এপ্রিল, এবিনিউজ : আগামী উপনির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে রামপাল-মোংলায় নৌকা প্রতিকে হাবিবুর নাহার খালেককে দেখতে চায় আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার মোংলায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপনির্বাচনকে কেন্দ্র করে বিশেষ বর্ধিত সভায় এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে সর্বশেষ ২০০৮ সালে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে নৌকা প্রতীকে বিজয় লাভ করেন হাবিবুর নাহার খালেক। কিন্তু ২০১৪ সালের নির্বাচনে তার স্বামী তালুকদার আব্দুল খালেক এই আসন থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।নৌকা প্রতীকে হাবিবুর নাহার খালেককে দেখতে চায় রামপাল-মোংলাবাসীআগামী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন তালুকদার আব্দুল খালেক। সেক্ষেত্রে আসনটি এখন শূণ্য পদ ঘোষিত হয়েছে। তবে আসনটিতে উপ-নিসর্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি।

এবিএন/শেখ শাহারুখ বাপ্পি/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত