
কুমিল্লা, ১৯ এপ্রিল, এবিনিউজ : সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের দুই সহোদরসহ চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজন হলেন- উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের পুত্র এমরানুল হক সোহেল (৩৪), ইমামুল হক মুন্না (২২) ও গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মোঃ সোহেল (৩০)।
পারিবারিক সুত্রে জানা গেছে, সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় চাকরি করতো এমরানুল হক, মুন্না ও সোহেল। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার রাতের খাবার রান্না ও খাওয়া শেষে একই রুমে সাত বাংলাদেশী ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে গতকাল বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তাদের মৃত্যু হয়। এরমধ্যে চৌদ্দগ্রামের চারজন, নোয়াখালীর দুইজন ও ফেনীর একজন। খবর শুনে দুপুর থেকেই তাদের মা-বাবা ও আত্মীয় স্বজনদের কান্নার আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
সরেজমিন বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের দুই সহোদর এমরানুল হক সোহেল ও ইমামুল হক মুন্নার বাড়িতে গিয়ে দেখা গেছে, তাদের মা সেলিনা বেগম বার বার মুর্ছা যাচ্ছেন। তিনি বলছেন, আমি এখন কারে নিয়ে বাঁচবো। দুই ছেলের স্বপ্ন ছিল-নতুন ঘরের কাজ শেষ হলে আমার দুই ধন বাড়ি আসবে। তাকে স্বান্তনা দেয়ার ভাষা কারও জানা নেই।
এবিএন/ শাকিল মোল্লা/জসিম/নির্ঝর