![পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/sova_abnews_135908.jpg)
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ), ১৯ এপ্রিল, এবিনিউজ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস.আই উবায়দুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি এম.এ.রশিদ ভূইয়া।
এছাড়াও বক্তব্য রাখেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হামদু, জাংগালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার শামীম আহমদে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরীকুল হাসান শাহীন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান ও আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে জানান এবং ল্যাপটপ, মোবাইল, মটর সাইকেল চুরির ব্যাপারে আরও সতর্কতা অবলম্বনের উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।
এবিএন/শরীফ আহম্মেদ/জসিম/এমসি