শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শ্রীমঙ্গলে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

শ্রীমঙ্গলে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৯ এপ্রিল, এবিনিউজ : শ্রীমঙ্গলের হোসেনাবাদ চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এডুকো এর আর্থিক সহযোগিতায় ও এডুকেশন এন্ড রাইটস ইন টি গার্ডেন এন্ড হাওর (আর্থ) প্রকল্পের মাধ্যমে স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সব ছাত্র-ছাত্রীকে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, একটি বুক সেলফ ও গল্পের বই বিনামূল্যে বিতরণ করা হয়।

এমসিডার প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোহাশশেরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম।

প্রসঙ্গত, গত এক সপ্তাহে আর্থ প্রকল্পের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলার হোসেনাবাদ, এমআর খান, ভাড়াউড়া ও পাত্রখোলা চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের ৭৫৩ ছাত্র-ছাত্রীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত