![বিশ্ব ভারতীতে শেখ হাসিনার সফরকালে মোদি’র উপস্থিতি চায় বাংলাদেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/hasina-modi-abn_135915.jpg)
ঢাকা, ১৯ এপ্রিল, এবিনিউজ : বিশ্ব ভারতীতে বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদির উপস্থিতি চায় বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথের সম্পর্ক, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত সম্পর্ক তুলে ধরতে বাংলাদেশ সরকারের অর্থায়নে যাদুঘরের আদলে এই ভবন প্রতিষ্ঠা করা হচ্ছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, মে’র শেষ দিকে আমরা এই ভবন উদ্বোধন করতে চাই। আমাদেরকে বলা হয়েছে যে বিশ্ব ভারতীর কনভেশনে যোগ দিতে শিগগিরই আসবেন ভারতের প্রধানমন্ত্রী। আমরা চাই যে ভবন উদ্বোধনের কর্মসূচি এমনভাবে নির্ধারণ করতে যেন দুই প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন।
বিশ্ব ভারতীর ভারপ্রাপ্ত ভিসি সবুজকালি সেন বলেন, বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। রবীন্দ্রনাথ হলেন বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে একটি বন্ধন। আমরা প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনো নিশ্চিত হতে পারিনি কিন্তু দুই প্রধানমন্ত্রী যদি একই সঙ্গে বাংলাদেশ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেন তাহলে তা হবে বিশ্ব ভারতীর জন্য একটি বড় ঘটনা।
আসাদুজ্জামান নূর বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের প্রধানমন্ত্রী অংশ নিলে তা একটি তাৎপর্যপূর্ণ বিষয় হবে।
এবিএন/জনি/জসিম/জেডি