![ধুনটে গাঁজা সহ মাদক ব্যবসায়ী দম্পত্তি গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/atok-abn-gaza_135926.jpg)
ধুনট (বগুড়া) , ১৯ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার ধুনটে ২০০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী দম্পত্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামের মৃত আবুল শেখের ছেলে আকবর শেখ (৫৫) ও তার স্ত্রী জবেদা বেগম (৫০)।
ধুনট থানার এসআই মাইনুদ্দিন জানান, গ্রেফতারকৃত আকবর শেখ ও তার স্ত্রী জবেদা বেগম দীর্ঘদিন যাবত তার বাড়ীতে মাদক বিক্রি করে আসছিল। বুধবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে ২০০ গ্রাম গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের পর আজ সকালে ওই মাদক ব্যবসায়ী দম্পত্তিকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এবিএন/ ইমরান হোসেন ইমন/জসিম/নির্ঝর