![সিরাজগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/nihoto_abnews24_135938.gif)
সিরাজগঞ্জ, ১৯ এপ্রিল, এবিনিউজ : সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর দক্ষিণ মহল্লায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দর্পন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাত ১০টার দিকে ওই মহল্লায় এ ঘটনা ঘটে এবং নিহত দর্পন হোসেনপুর দক্ষিণ মহল্লার মৃত আব্দুর রহমান (বিএসসি) মাস্টারের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, পৌর এলাকার হোসেনপুর দক্ষিন মহল্লার বাসিন্দা দর্পনের বড় ভাই রতনের কাছে একই মহল্লার জোয়াদ আলীর ছেলে আরিফ হোসেন এক লাখ টাকা পেতেন। এর মধ্যে ৮০ হাজার টাকা পরিশোধ করেছিলেন রতন। বুধবার রাতে বাকী ২০ হাজার টাকা দেয়ার কথা ছিল। কিন্তু রতন ওই টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় আরিফ হোসেন ক্ষিপ্ত হন।
পরে দর্পনসহ পরিবারের লোকজন এগিয়ে এলে উভয়পক্ষের বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। এরই এক পর্যায়ে আরিফ হোসেন দর্পনকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/এনকে