![লালমনিরহাটে কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/lalmonirhat-abnews_24_135942.gif)
লালমনিরহাট,১৯ এপ্রিল, এবিনিউজ : বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে লালমনিরহাটে বাংলাদেশ কৃষকলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
কৃষকলীগ সদর ও পৌর শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বর্নাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিন করে।
পরে দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রূমী, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান।
আরও বক্তব্য রাখেন, জেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, পৌর কৃষক লীগের সভাপতি রেজাউল ইসলাম দুলাল, সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক খাইরুজ্জামান মিঠুল প্রমুখ।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এনকে