![বিপিএল কমছে বিদেশি খেলোয়াড়ের কোটা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/bpl_135943.jpg)
ঢাকা, ১৯ এপ্রিল, এবিনিউজ : অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) কমছে বিদেশি খেলোয়াড়ের কোটা। এতদিন পাঁচজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারলেও আসছে ২০১৮ বিপিএল থেকে ফ্র্যাঞ্চাইজি দলগুলো মাঠে নামাতে পারবে চারজন করে বিদেশি ক্রিকেটার। সঙ্গে আগের দল থেকে সর্বোচ্চ চারজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজি দলগুলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ ব্যাপারে বলেন, ‘আসছে বিপিএলে ফ্র্যাঞ্চাইজি দলগুলো সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটারকে মাঠে নামাতে পারবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’
এবিএন/মমিন/জসিম