ঢাকা, ১৯ এপ্রিল, এবিনিউজ : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও ইউনাইটেড ন্যাশনস্ চিলড্রেনস্ ফান্ড (ইউনিসেফ)-এর মধ্যে এক লেটার অব আন্ডারস্ট্যান্ডিং (এলওইউ) আজ বৃহস্পতিবার ইউজিসি ভবনে স্বাক্ষরিত হয়। ইউজিসি ও ইউনিসেফ বাংলাদেশ-এর পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ও মি. এডুওয়ার্ড বিগবেডার, রিপ্রেজেনটেটিভ, জাতিসংঘ শিশু তহবিল, বাংলাদেশ। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফরডি)-এর উপর কারিকুলাম প্রণয়ন ও গবেষণার জন্য এই সমঝোতা হয়।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি; আবদুর রেজ্জাক, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, ড. শামসুল আরেফিন, অতিরিক্ত পরিচালক (জনসংযোগ), ড. মোঃ ফখরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (আইসিসি), মোহাম্মদ মাকসুদুর রহমান ভূইয়া, অতিরিক্ত পরিচালক, আইএমসিটি বিভাগ, মোঃ শাহীন সিরাজ, উপ-সচিব, ইউজিসি, মিস. ইয়াসমিন খান, কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট সেম্পশালিস্ট, মিস. হাসিনা বেগম, সোশ্যাল পলিসি স্পেশালিস্ট, ইউনিসেফ বাংলাদেশ, অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মি. বিগবেডার বলেন, ইউনিসেফ বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সিফরডি’র ওপর কারিকুলাম প্রণয়ন ও গবেষণা কর্মকা- পরিচালনার সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে।
প্রফেসর আবদুল মান্নান বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগতমান উন্নয়নের জন্য ইউনিসেফ-এর কারিকুলাম প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি শিশুদের অধিকার সুরক্ষায় তারা একসঙ্গে কাজ করবে।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি