শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চিলমারীতে মাঠ দিবস অনুষ্ঠিত

চিলমারীতে মাঠ দিবস অনুষ্ঠিত

চিলমারী (কুড়িগ্রাম), ১৯ এপ্রিল, এবিনিউজ : কুড়িগ্রামের চিলমারীতে কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে রাজস্ব অর্থায়নে রবি মৌসুমে নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণে স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বেলের ভিটা এলাকায় বারি বিটি বেগুনের প্রদর্শনী উপলক্ষে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ।

কৃষি অফিসার মো. খালেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, রমনা ইউপি চেয়ারম্যান মো. আজগার আলী, মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) মো. বদরুজ্জামান রানা, উপ-সহকারী কৃষি অফিসার মো. কবিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় বারি বিটি বেগুন চাষী শ্রীমতি ঝর্না রাণী জানায়, তিনি ১০ শতাংশ জমিতে বিটি বেগুন চাষ করে এ পর্যন্ত ১৪ মন বেগুন প্রতি মন ৪শ’ টাকা দরে বিক্রি করেছেন।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত