
ঢাকা, ১৯ এপ্রিল, এবিনিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলমগীর বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র মুক্ত করতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, শুধুমাত্র সাজা দেয়ার উদ্দেশ্যেই বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা এবং বানোয়াট মামলা দেয়া হয়েছে। একের পর এক নীল নকশা তৈরি করে তা বাস্তবায়নের জন্য সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে।