বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নরসিংদীতে ৪ দিনব্যাপী ব্রাইডাল জুয়েলারী ফেয়ার শুরু

নরসিংদীতে ৪ দিনব্যাপী ব্রাইডাল জুয়েলারী ফেয়ার শুরু

নরসিংদীতে ৪ দিনব্যাপী ব্রাইডাল জুয়েলারী ফেয়ার শুরু

নরসিংদী, ১৯ এপ্রিল, এবিনিউজ : নরসিংদীতে নববর্ষের আনন্দকে বাড়িয়ে দিতে "দি আর্ট অব বিউটি" শ্লোগানে হীরে ও স্বর্ণের গহনার বিশাল সমাহার নিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ড এর শোরুমে ৪দিন ব্যাপী ব্রাইডাল জুয়েলারী ফেয়ার উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বাজির মোড়ে মোল্লা টাওয়ারের নিচ তলায় এই মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন এফবিসিসিআই এর পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়াল।

মেলাটি ১৯ এপ্রিল থেকে আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আব্দুল্লাহ্ আল মামুন ও ডায়মন্ড ওয়ার্ল্ডের নরসিংদী ডিলার মাহবুবুর রহমান মনির।

এসময় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়াল বলেন, ক্রেতাদের হাতে আন্তর্জাতিক মানসম্পন্ন ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারী তুলে দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, এখানে প্রতিদিন গোল্ড কালেকশন, নূর কালেকশন, নিকাহ্ কালেকশন, প্রমিজ কালেকশন, ম্যাগনাস কালেকশনসহ ডায়মন্ড ও গোল্ডের প্রায় ৪০ হাজারেরও বেশী ডিজাইনের প্রডাক্ট আমাদের সমৃদ্ধ ভান্ডার থেকে প্রদর্শনীতে দর্শনার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এবিএন/সুমন রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত