বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চট্টগ্রামে শিশু বদলের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামে শিশু বদলের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামে শিশু বদলের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম, ১৯ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে ট্রিটমেন্ট হাসপাতালের তৃতীয় তলায় ‘চাইল্ড কেয়ার’ হাসপাতালে জীবিত শিশুর বদলে মৃত শিশু দেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।

চট্টগ্রাম আন্দরকিল্লাহ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথকে আহ্বায়ক, একই হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহ আলমকে সদস্য সচিব এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা শাহেদুল ইসলামকে সদস্য করে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সিভিল সার্জন ডা. আজিজুর রহমান তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বলেন, বেসরকারি ক্লিনিক পরিদর্শন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এএম মুজিবুল হক খানের নির্দেশে এ কমিটি গঠন করা হয়।

তিনি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর রয়েল হাসপাতালের এনআইসিউতে শিশুটিকে দেখতে এসে প্রতিবেদকের কাছে এসব তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি নবজাতক শিশু কণ্যাটির মা রোকসানাকে সান্তনা দিয়ে বলেন, চিকিৎসকদের পরামর্শ নিয়ে আপনার মেয়ের অবস্থা আর একটু ভাল হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হবে।

সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী শিশু কণ্যার মায়ের উদ্দ্যেশে উপস্থিত সাংবাদিকদের বলেন, নবজাতক শিশু কণ্যাটির উপর অনেক ঝড় বয়ে গেছে। পরিবারের উপর করা হয়েছে অন্যায় অবিচার। তাই মানবিক দিক থেকেই আমি শিশুটিকে দেখতে এসেছি। তার মাকে সান্তনা দিয়েছি।

তিনি বলেন, এখন থেকে শিশুটির চিকিৎসায় যেন কোন ত্রুটি না সেদিকে লক্ষ্য রাখতে চিকিৎসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের তিন সদস্যের তদন্ত টিম শুক্রবার সকালে প্রতিবেদন জমা দিলে কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন সিভিল সার্জন।

রয়েল হাসপাতালে শিশুটিকে দেখতে গেলে সিভিল সার্জনের সাথে ডেপুটি সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, রয়েল হাসপাতালের এনআইসিইউর তত্ত্বাবধায়ক ডা. অজয় কুমার দে, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি আমিনুল হক বাবুসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ভাইরাল হলে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বেসরকারি চাইল্ড কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. ফাহিম হাসান রেজা বলেন, হাসপাতালে বেড বদলের কারণেই এমন ভূল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

এ ভূল বুঝাবুঝির কারণে মৃত শিশুটি ও যারা এ শিশুকে নিয়ে গেছেন আবার দিয়ে গেছে তারা অনেক মানষিক আঘাত পেয়েছে। আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে। এটা আমাদের ব্যর্থতা তা আমরা স্বীকার করি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চাইল্ড কেয়ারের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. বদরুদ্দোজা ঘটনাটি তদন্তে চাইল্ড কেয়ার কর্তৃপক্ষও একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় ফেনী থেকে আসা রোকসানা আকতার (২১) নামের এক গৃহবধূর নবজাতক কন্যা শিশুকে রেখে অপর একটি শিশুর মরদেহ গছিয়ে দেয় চাইল্ড কেয়ার কর্তৃপক্ষ। পরে জানাজার জন্য গোসল করানোর সময় সবাই দেখতে পান ছেলে শিশু। এরপরই নোয়াখালী থেকে সেই মৃত শিশু নিয়ে চলে আসে চট্টগ্রামের পাঁচলাইশ থানায়।

পরে নানা নাটকিয়াতর পর ছেলে শিশুর মরদেহ রেখে মায়ের কোলে তার কন্যা শিশুকে ফিরিয়ে দিতে বাধ্য হয় চাইল কেয়ার কর্তৃপক্ষ। বর্তমানে শিশুটি জিইসির বেসরকারি রয়েল হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত