গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ১৯ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চালককে মারপিট করায় জনতার রোষানলে টহলরত পুলিশ অবরুদ্ধ, সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে থানা পুলিশ নিয়মিত টহলরত এএসআই আসাদসহ সংগীয় র্ফোস নিয়ে সড়কের মালেকাবাদ এলাকায় বগুড়াগামী মাল বোঝাই ট্রাকটি থামানোর চেষ্টা করে।
এসময় ট্র্যাকের চালক পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুতগামী হয়ে ট্রাকটি চালাতে থাকে। পুলিশের পিকআপভ্যানও ট্রাকের পিছু ধাওয়া করে। একপর্যায়ে ট্রাকটি পুলিশের পিকআপভ্যান টিকে সাইড না দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে। পুলিশসহ পিকআপভ্যানটি অল্পের জন্য রক্ষা পায়।
এদিকে ট্রাকটি বাগদা বাজারে সড়ক জ্যাম থাকায় কিছুটা বিলম্ব হলে পুলিশের পিকআপ এসে ট্রাকটি আটক করে এবং চালক শ্রী দেবদাশ (৩০) ও হেলপার রফিকুল ইসলামকে নামিয়ে পুলিশ বেধরক মারপিট করে।
পুলিশের মারপিটের ঘটনায় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে কিছু না বুঝেই পুলিশের উপর চড়াও হয় এবং পুলিশ সদস্যদের প্রায় ঘন্টা ব্যাপী অবরুদ্ধ করে রাখে। এদিকে বিক্ষুব্ধ জনতা সকাল ১১টা থেকে প্রায় ঘন্টাব্যাপী গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার তদন্ত ওসি শফিকুজ্জামান ও এসআই শফিক সহ সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর যানচলাচল স্বাভাবিক হয়।
এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/এমসি