শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বলিউডের প্রিয় নায়িকার নাম জানালেন সাকিব (ভিডিও)

বলিউডের প্রিয় নায়িকার নাম জানালেন সাকিব (ভিডিও)

ঢাকা, ১৯ এপ্রিল, এবিনিউজ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল মাতাচ্ছেন সাকিব আল হাসান। প্রথম তিন ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় অবস্থান তার দল সানরাইজার্স হায়দ্রাবাদের।

বর্তমানে দলের সঙ্গে মোহালিতে অবস্থান করছেন সাকিব। সেখানে ভারতীয় জনপ্রিয় রেডিও 'রেড এফএম'র সঙ্গে কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। প্রায় সাত মিনিটের ওই সাক্ষাৎকারে সাকিবকে বেশ কিছু মজার প্রশ্ন করেন আরজে নন্দ কিশোর বৈরাগী।

প্রথমেই সাকিবের হাসির প্রশংসা করে নন্দ কিশোর বলেন, হাসি দেখো। হাসিতেই ছয় সাতটা মেয়ে পটে যাবে।

সাক্ষাৎকারের শেষ দিকে সাকিবকে প্রশ্ন করা হয় বলিউড সম্পর্কে। জানতে চাওয়া হয়, বলিউডের গানগুলোর মধ্যে তার সবচেয়ে প্রিয় কোনটি। জবাবে সাকিব বলেন, দিল সামহাল জা জারা গানটি তার ভালো লাগে। এসময় সাকিবকে ওই আরজে মনে করিয়ে দেন এটিই অরিজিতের ক্যারিয়ারের প্রথম গান।

এরপর তাকে প্রশ্ন করা হয়, বলিউডে তার প্রিয় নায়িকা কে? নন্দ কিশোরের এই প্রশ্নের জবাবটা এক কথায় দিয়েছেন, ক্যাটরিনা কাইফ। এসময় আরজে মজা করে বলেন, আমার যা পছন্দ আপনারও তাই পছন্দ। আমাদের জন্যও কিছু ছেড়ে দিন। এমনিতেও অনেক কিছু পেয়েছেন আপনি।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত