শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সুন্দরগঞ্জে ৩ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৩ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ১৯ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আড়াই কেজি গাঁজাসহ ৩ গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।

জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১৩ উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজীবপুর গ্রামের মৃত নবাব আলীর ছেলে ছবিউল, মঞ্জু মিয়ার ছেলে এন্তাজ আলী ও গাইাবান্ধা সদর উপজেলার হাট লক্ষ্মীপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে ফারুক মিয়া। এ ব্যাপারে র‌্যাবের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল ওয়াহেদ জানান, ২ কেজি ৪’শ ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এবিএন/রেদওয়ানুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত