শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কমলপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা

কমলপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা

ফুলবাড়ী (দিনাজপুর), ১৯ এপ্রিল, এবিনিউজ : দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনয়ন পরিষদ আয়োজিত পরিষদ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার ১০নং কমলপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।

১০নং কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাজেদুর রহমান সরকার (জুয়েল) এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য, এলাকার বিশিষ্ট সমাজসেবক রিয়াজুল ইসলাম, মো. মোস্তফা কামাল, ইউপি সদস্য মাহাবুবুর রহমান, ইয়াসিন আলী, হুসনে আরা।

স্বাগত বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সামসুল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কমলপুর ইউপি সচিব সুনীল চন্দ্র দাস।

বাজেট সভায় বাজেট ঘোষণা করতে গিয়ে ইউপি চেয়ারম্যান মো. মাজেদুর রহমান সরকার (জুয়েল) বলেন, ইউনিয়ন বাসীর উপস্থিতিতে ইউনিয়নের সার্বিক উন্নয়নের পরিকল্পনাই হলো উন্মুক্ত বাজেট। ইউনিয়নবাসীর মতামতের ভিত্তিতে বাজেট করা হলে তা হবে সবার গ্রহণযোগ্যতা। তাতে যেমন থাকবে স্বচ্ছতা ও জবাবদিহীতা ঠিক অপরদিকে হবে ইউনিয়নের সার্বিক উন্নয়ন।

তিনি বাজেট ঘোষণায় বলেন, চলতি বছরে আয় হয়েছে ৭৩ লক্ষ ৪১ হাজার এবং ব্যয়ও হয়েছে তাই। আগামী অর্থ বছরে সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ ১১ হাজার। ব্যয় ও হবে পুরোটাই।

এবিএন/আফজাল হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত