বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

উলিপুরে নারীর জীবন পরিবর্তনে গণ সমাবেশ

উলিপুরে নারীর জীবন পরিবর্তনে গণ সমাবেশ

উলিপুর (কুড়িগ্রাম), ১৯ এপ্রিল, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুরে ‘সমমর্যদার সাথে নারীর জীবন পরিবর্তনের-এখনই সময়’ এ শ্লোগান নিয়ে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তবকপুর উচ্চ বিদ্যালয় মাঠে তবকপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ মো. জাফর আলী।

তবকপুর ইউনিয়ন পরিষদ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকা’র জেন্ডার এ্যাডভাইজার বনশ্রী নিয়োগী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শিউলী বেগম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সহ-সভাপতি ইকবাল হোসেন চাঁদ।

প্রকল্প ব্যবস্থাপক শফিকুল আলমের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক শ্যামল চন্দ্র সরকার ও প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকার ডেপুটি ম্যানেজার সোমা দত্ত, তবকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্জুরুল হান্নান, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, জেলা আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন, সাংবাদিক আলহাজ নূরবক্ত মিঞা প্রমুখ।

এবিএন/আব্দুল মালেক/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত