![উলিপুরে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/ulipur-map_135981.jpg)
উলিপুর (কুড়িগ্রাম), ১৯ এপ্রিল, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার হাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন।
ইমারজেন্সি রেসপন্স সার্পোট টু দ্য ফ্লাড এ্যাফেকটেড স্কুলস এন্ড কমিনিউনিটিজ অব কুড়িগ্রাম এন্ড সিরাজগঞ্জ ডিস্ট্রিক প্রজেক্ট আওতায় সেভ দ্যা চিলড্রেন সহযোগিতায় মহিদেব যুব সমাজ কল্যান সমিতির বাসÍবায়নে ২শ’ ৮০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা ড্রিংকিং ওয়টিরি জার, পেন্সিল বক্স, সার্পনার, ইরেজার, কাঠ পেন্সিল, স্কেল ও নোট বুক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সেভ দ্যা চিলড্রেন প্রতিনিধি, ফারুক হোসেন, প্রজেক্ট অফিসার আব্দুল বাতেন, ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম, মাঈদুল ইসলাম, শামীম আক্তার হোসেন ও বিদ্যালয়েয়ের শিক্ষকবৃন্দ।
এবিএন/আব্দুল মালেক/জসিম/এমসি