শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • খেলাধুলা
  • সমর্থকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে চেন্নাই কর্তৃপক্ষ

সমর্থকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে চেন্নাই কর্তৃপক্ষ

সমর্থকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে চেন্নাই কর্তৃপক্ষ

ঢাকা, ১৯ এপ্রিল, এবিনিউজ : সমর্থকদের কথা চিন্তা করে বিশেষ ট্রেনের ব্যবস্থা করল চেন্নাই সুপার কিংস। শুক্রবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চেন্নাইয়ের প্রতিপক্ষ রাজস্থান রয়েলস।

আগের ম্যাচ নিজেদের ঘরের মাঠেই খেলে চেন্নাই। শুক্রবার তাদের খেলতে হবে পুনের মাঠে। সমর্থকদের পুনে নিয়ে যাওয়ার জন্য চেন্নাই ফ্রাঞ্চাইজি তাই একটি ট্রেনের ব্যবস্থা করেছে। আইপিএলের ইতিহাসে সমর্থকদের জন্য নতুন নজির স্থাপন করল চেন্নাই।

শুক্রবারের ম্যাচের জন্য ১০০০ সমর্থককে স্টেডিয়ামে ঢুকে খেলা দেখার পাসের ব্যবস্থা করল চেন্নাই। শুধু খেলা দেখাই নয়। যারা চেন্নাই থেকে খেলা দেখার জন্য পুনেতে আসছেন তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে মহেন্দ্র সিং ধোনির দলটি।

চেন্নাইয়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এক সমর্থক বলেন, এটা একটা দারুণ উদ্যোগ নিয়েছে চেন্নাই। যারা নিয়মিত মাঠে যান তাদের পুনে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের আশা চেন্নাই এবার আইপিএল জিতবে।’

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত