বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আদমদীঘিতে ট্রাক চাপায় নিহত ১, আহত ১

আদমদীঘিতে ট্রাক চাপায় নিহত ১, আহত ১

আদমদীঘি (বগুড়া), ১৯ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার আদমদীঘিতে অদক্ষ হেলপার চালিত নিয়ন্ত্রণ হারিয়ে বশিপুর মাছের আড়তে ঢুকে পড়ে ট্রাক চাপায় ঘটনাস্থলেই এক জন নিহত হয়েছে এবং অপর এক জন গুরুত্বর আহত হয়।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে ”মা-সুফিয়া” লেখা একটি ট্রাক (নং- ঢাকা মেট্রো-ট-১৪-৩২৪৬) উপজেলার বশিপুরে অবস্থিত একটি গ্যারেজে ধোওয়া-মোছার কাজ শেষে শাকিল হোসেন নামের এক অদক্ষ হেলপার ট্রাকটি নওগাঁ ট্রাক টার্মিনালে নিয়ে যাচ্ছিল।

সকাল সাড়ে ৯টার দিকে, উপজেলার সান্তাহার পাইকারি মাছ বাজার অতিক্রম করার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা থেকে মাছ বাজারে ঢুকে পড়ে এবং সামনে পড়া দুই চার্জার ভ্যানকে চাপা দেয়।

এসময় আড়তে মাছ নিতে আসা বশিপুর সরদার পাড়ার মৃত ইউনূছ আলীর ছেলে ভুলু সরদার (৫০) ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত এবং একই এলাকার মৃত আছির উদ্দীনের ছেলে নুর ইসলাম বাবু (৫৫) নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হয়। আহত নূর ইসলাম বাবুকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাইকারি মাছ বাজারের লোকজন ওই ট্রাক চালক তথা হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে। সে নওগাঁ সদর উপজেলার রজাকপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়ীর টি.এস.আই মুসা মিয়া জানান, ট্রাক চালক তথা হেলপারকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত