শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

ফরিদপুর, ১৯ এপ্রিল, এবিনিউজ : খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের নিলটুলী এলাকার ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিববুর রহমান হাফিজ।

বক্তারা বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন নইলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত