বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • পরিকল্পিতভাবেই রোহিঙ্গাদের ওপর হামলা: ব্রাউনব্যাক

পরিকল্পিতভাবেই রোহিঙ্গাদের ওপর হামলা: ব্রাউনব্যাক

পরিকল্পিতভাবেই রোহিঙ্গাদের ওপর হামলা: ব্রাউনব্যাক

ঢাকা, ১৯ এপ্রিল, এবিনিউজ : মিয়ানমার সেনাবাহিনী পরিকল্পিতভাবেই রোহিঙ্গাদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত স্যাম ব্রাউনব্যাক বলেছেন, ‘পৃথিবীতে অন্য যেকোনো সমস্যার থেকে রোহিঙ্গা সংকট কম ভয়াবহ না। এটা রীতিমতো জাতিগত নিধন। এজন্যই যুক্তরাষ্ট্র মিয়ানমারের বিষয়ে বেশকিছু নিষেধাজ্ঞা দিয়েছে। আরো কী কী নিষেধাজ্ঞা দেওয়া যায় সেটা চিন্তা করছি।’

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকাস্থ আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট।

তিনি আরো বলেন, ‘পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্র সরকার। দেশে ফিরে গিয়ে রোহিঙ্গা মুসলিমরা যাতে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারেন সেই দিকেও খেয়াল রাখছে ট্রাম্প সরকার।’

গতকাল বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন স্যাম ব্রাউনব্যাক।

মিয়ানমার সরকারকে নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। লুণ্ঠিত বাড়ি-ঘর, ধন-সম্পদ ফিরিয়ে দিতে হবে। ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। এসব সুবিধা দেওয়া হলে রোহিঙ্গারা স্বদিচ্ছায় মিয়ানমারে ফিরে যাবে বলেও মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রে এই বিশেষ দূত।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত