![কচুয়ায় মতবিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/kachua_135994.jpg)
কচুয়া (বাগেরহাট), ১৯ এপ্রিল, এবিনিউজ : কচুয়ায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আজ বৃহস্পতিবার দুপুরে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা।
অন্যান্যের মধ্যে ছিলেন জেলা ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায়, উপাধ্যক্ষ নাজমুল হুদা মিঞা, শিক্ষক সমীর বরণ পাইক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ সরোয়ার হোসেন, সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবাল, প্রধান শিক্ষক সামসুন্নাহার, কচুয়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সুমন প্রমুখ।
এবিএন/শুভংকর দাস বাচ্চু/জসিম/এমসি