বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

লালমনিরহাট, ১৯ এপ্রিল, এবিনিউজ : লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় ট্রেনে কাটা পড়ে ২০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট টু সান্তাহার রেলরুটের মহেন্দ্রনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই যুবক মহেন্দ্রনগর রেল স্টেশনের দক্ষিনে রেল লাইন ধরে হাট ছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহার গামী পদ্মরাগ এক্সপ্রেসে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে ওই যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থলে উপস্থিত কেউ ওই যুবকের নাম পরিচয় সনাক্ত করতে পারেননি।

তবে তার পড়নে সাদা হাফ শার্ট ও কালো প্যান্ট ছিল।

লালমনিরহাট রেলওয়ের এটিএস সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত