বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ভূরুঙ্গামারীতে নারী উন্নয়ন ফোরামের মাসিক সভা

ভূরুঙ্গামারীতে নারী উন্নয়ন ফোরামের মাসিক সভা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম), ১৯ এপ্রিল, এবিনিউজ : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নারী উন্নয়ন ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির (স্থানীয় সরকার শক্তিশালীকরন কার্যক্রম) সেক্টর স্পেশালিষ্ট বেগম সুফিয়া, সিনিয়র জেলা ব্যবস্থাপক মাজেদুল হক সরকার, ফিল্ড অর্গানাইজার মজমুলহক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা. আ. জলিল সরকার প্রমুখ।

নারী উন্নয়ন ফোরামের সভাপতি ফরিদা পারভীন তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নারী উন্নয়ন ফোরামের সাথে অন্যান্য নাগরিক সংগঠনের যোগাযোগ স্থাপন এবং বিভিন্ন ইস্যুতে এক সাথে কাজ করতে হবে।

যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, তালাক ও ইভটিজিং প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা অন্যান্য সামাজিক সংগঠন ও সংবাদ কর্মীদের সাথে উদ্যোগী ভূমিকা পালন করার আহবান জানান।

নারীদের সামগ্রিক উন্নয়নের জন্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সভা, সেমিনারের মাধ্যমে নারীদের সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। এজন্য তিনি উর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন।

এবিএন/এ এস খোকন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত