
ঢাকা, ১৯ এপ্রিল, এবিনিউজ : স্বাধীন বাংলাদেশের পতাকা দেশের বাইরে ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতার মিশন অফিসে প্রথম উত্তোলিত হয়েছিল। ১৮ এপ্রিল ওই দিনটিকে স্মরণ করে কলকাতার উপ-হাইকমিশন অফিসে পতাকা উত্তোলন করা হয়।
১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায় (বর্তমান মুজিবনগর) বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়ার পরদিনই কলকাতায় পাকিস্তানের মিশন বাংলাদেশ মিশন হিসেবে আত্মপ্রকাশ করেছিল।
১৮ এপ্রিল বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে কর্মকর্তাবৃন্দ কলকাতাস্থ উপ-হাইকমিশনের প্রাঙ্গণে চারদিকে প্রদক্ষিণ করে। পতাকা উত্তোলন করেন কলকাতায় নিযুক্ত উপ-হাইকমিশনার তৌফিক হাসান।
তৌফিক হাসান বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল সাধারণ জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। বঙ্গবন্ধুর দিক নির্দেশনায় দেশের মানুষ এক হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করে।
তিনি বলেন, ১৯৭১ সালের ১৮ এপ্রিলের পতাকা উত্তোলনের এ ঘটনার পর বিশ্ববাসীর দৃষ্টি পড়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর। কলকাতা মিশনকে অনুসরণ করে বহির্বিশ্বে আরো কয়েকটি মিশনে পতাকা উত্তোলন করা হয়েছিল।
এই সংবাদটি ১৯৭১ সালের ১৯ এপ্রিল কলকাতার সকল পত্রিকায় প্রকাশিত হয়েছিল বলে উপ-হাইকমিশনার উল্লেখ করেন।
এবিএন/জনি/জসিম/জেডি