বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পাইকেরছড়ায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময়

পাইকেরছড়ায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময়

পাইকেরছড়ায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময়

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম), ১৯ এপ্রিল, এবিনিউজ : স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ সরকার ইউরোপিয়ান ইউনিয়ন ইউএনডিপির অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় গ্রাম আদালত সক্রিয়করন ২য় পর্যায় প্রকল্পের আয়োজনে ভুরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়কারী রঞ্জন কুমার রায়, ইউপি সচিব রবিউল ইসলাম।

এর আগে উপজেলার ৮টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় গ্রাম আদালতের সুবিধা, কার্যক্রম, আইন ও বিচারকার্য সম্পর্কে আলোকপাত করা হয়।

এসময় মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।

এবিএন/এ এস খোকন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত