বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আশাশুনিতে ক্যান্সার আক্রান্তদের মাঝে চেক প্রদান

আশাশুনিতে ক্যান্সার আক্রান্তদের মাঝে চেক প্রদান

আশাশুনিতে ক্যান্সার আক্রান্তদের মাঝে চেক প্রদান

আশাশুনি (সাতক্ষীরা), ১৯ এপ্রিল, এবিনিউজ : আশাশুনিতে ক্যান্সার আক্রান্ত ৯ জন রোগীর মাঝে সাড়ে ৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক-প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগিদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এ মোস্তাকিম।

উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, জেলা ড্রাগ সুপারিনটেন্ডেন্ট মামুন অর রশিদ, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ ব ম মোছাদ্দেক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মহিষকুড়ের নিলুরানী বিশ্বাস, প্রতাপনগরের নৈমুদ্দিন গাজী, হিজলিয়ার সাদ্দাম হোসেন, কাপসন্ডার সিফাত হোসেন, ঠাকুরাবাদের দিলীপ কুমার মন্ডল, দরগাহপুরের শেখ খানজাহান আলি, বুধহাটার রেকছোনা খাতুন, গদাইপুরের ইমরান হোসেন ও আরার কাদাকাটির শম্পা পারভিনকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত