![ভেড়ামারায় বাঘের বাচ্চাকে পিটিয়ে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/bheramara-abnews_24_136008.jpg)
ভেড়ামারা (কুষ্টিয়া),১৯ এপ্রিল, এবিনিউজ : কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বাঘের বাচ্চাকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের হাওয়াখালী মাঠ অস্থায়ী পুলিশ ক্যাম্পের পিছনের মাঠে এঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, দুপুর ১২.০০ টার দিকে আলতা বানু নামের এক স্থানীয় নারী ঐদিক দিয়ে যাওয়ার সময় তাকে আক্রমন করে বাঘটি। তার আর্ত-চিৎকার শুনে আশে পাশের জমিতে কাজ করতে থাকা লোকজন লাঠি-শোটা ইত্যাদি দিয়ে পিটিয়ে ব্যাঘ্র শাবকটির মৃত্যু নিশ্চিত করে।
তবে এটি বাঘ নাকি বাঘডাসা তা নিয়ে লোকজনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।
এবিএন/সাইফুল ইসলাম/জসিম/এনকে