শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গাইবান্ধায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণের উদ্বোধন

গাইবান্ধায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণের উদ্বোধন

গাইবান্ধায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণের উদ্বোধন

গাইবান্ধা, ১৯ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর সামাজিক-অর্থনৈতিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ৫০ দিনের প্রশিক্ষণ কর্মশালা জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক সরকার এম শহীদুজ্জামান, জেলা সমাজসেবা কর্মকর্তা বেগম মুস্তারী আক্তার জাহান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান মল্লিক প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার হিজড়া সম্প্রদায়ের সমস্যা-সমাধান করার জন্য খুবই ইতিবাচক। তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

তারা তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য মৌলিক অধিকার, স্বাস্থ্য, সামাজিক ও হিজড়া আইন নিশ্চিত করার জন্য জোড় দেয়া উচিত। প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন হিজড়া সদস্য অংশগ্রহণ করেন।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত