বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ভেড়ামারায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

ভেড়ামারায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

ভেড়ামারা (কুষ্টিয়া),১৯ এপ্রিল, এবিনিউজ : কুষ্টিয়ার ভেড়ামারায় ৫১০ পিস ইয়াবাসহ মাজেদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

থানা সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশের একটি যৌথ টিম ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া এলাকার দক্ষিণ ভবানীপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এসময় মাজেদুলের বসতঘর তল্লাশি করে ৫১০ পিস ইয়াবাসহ মাজেদুলকে হাতেনাতে আটক করে। আটককৃত মাজেদুল ইসলাম ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া এলাকার দক্ষিণ ভবানীপুর গ্রামের তনছের আলীর ছেলে।

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান সাংবাদিকদের জানান, মাদক ব্যবসায়ী মাজেদুল দীর্ঘ দিন ধরে ইয়াবার ডিলার হিসাবে মাদক চোরাকারবারি করে আসছিল বলে অভিযোগ ছিল। এমন অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এব্যাপারে বিভাগীয় উপ-পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে ভেড়ামারা থানায় মাজেদুরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।

এবিএন/সাইফুল ইসলাম/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত