![গাইবান্ধায় কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/sova_abnews_136011.jpg)
গাইবান্ধা, ১৯ এপ্রিল, এবিনিউজ : কৃষকলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিভিন্ন কর্মসূিচ পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, র্যালি, কেক কাটা ও আলোচনা সভা।
অনুষ্ঠানে আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগসহ সকল অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হীরু।
জেলা কৃষক লীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক কুমার পালের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, শহিদুল ইসলাম আবু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মন্ডল।
আরো বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি ও গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, রনজিৎ বকসী সুর্য্য, মাহাবুব আলম কোর্ট, একেএম জাহাঙ্গীর আলম, রেজাউল করিম রেজা, আমিনুর জামান রিংকু প্রমুখ।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি