![গাইবান্ধায় শিশু মেলার সমাপনি দিনে পুরস্কার বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/sova_abnews_136012.jpg)
গাইবান্ধা, ১৯ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে দুই দিনব্যাপী শিশু মেলার সমাপনি দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবিএম সাদেকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোশারফ হোসেন প্রধান, ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সরকার প্রমুখ।
উল্লেখ্য, গতকাল বুধবার দারিয়াপুর হাইস্কুল মাঠে গাইবান্ধা জেলা তথ্য ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যলয় দুই দিনব্যাপী শিশু মেলার আয়োজন করে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্ব) শীর্ষক প্রকল্পের আওতায় শিশু ও নারীর অধিকার, বাল্যবিয়ে, মাদক ও জঙ্গি প্রতিরোধ, জেন্ডার সমতা, শিশু সুরক্ষা ও শিশুর মানসিক বিকাশে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় স্থানীয় প্রায় ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানের প্রত্যেক স্টলকে পুরস্কৃত করা হয়।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি