বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

অভয়নগরে শিশু শিক্ষার্থীকে মারপিট: আহত ২

অভয়নগরে শিশু শিক্ষার্থীকে মারপিট: আহত ২

অভয়নগর (যশোর),১৯ এপ্রিল, এবিনিউজ : অভয়নগরে ধোপাদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ইয়াছিন গাজী (৮) কে শ্রেণিকক্ষের মধ্যে মারপিট করেছে এক যুবক।

এ সময় দুই শিক্ষক শিশু ইয়াছিনকে উদ্ধারে এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে ওই যুবক। এ ব্যাপারে অভয়নগর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান মল্লিক জানান, সকালে বিদ্যালয়ের ৩য় শ্রেণির ইয়াছিন ও আরিফুল ইসলাম শান্ত (৮) এর মধ্যে বেঞ্চে বসা নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। শ্রেণি শিক্ষক বিষয়টি উভয় ছাত্রের পরিবারকে জানিয়ে প্রধান শিক্ষকের সাথে দেখা করতে বলেন।

সকাল সাড়ে ১০ টায় শিশু শিক্ষার্থী শান্তর নিকট আত্মিয় স্থানীয় জলিল গাজীর ছেলে রাজু গাজী (২৭) প্রধান শিক্ষকের সাথে দেখা না করে ৩য় শ্রেণিতে প্রবেশ করেন এবং শিশু শিক্ষার্থী ইয়াছিনকে মারপিট করতে শুরু করেন। এ সময় সহকারি শিক্ষক শিবু সরকার ও আছর আলী শিশু শিক্ষার্থী ইয়াছিনকে উদ্ধারে এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে রাজু নামের ওই যুবক।

পরে অন্যান্য শিক্ষকরা এগিয়ে আসলে যুবক দৌড়ে পালিয়ে যায়। অভয়নগর থানার ওসি শেখ গণি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং হামলাকারী রাজুকে আটকের নির্দেশ প্রদান করি। মামলা প্রক্রিয়াধীন।

এবিএন/মো. সেলিম হোসেন/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত