শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ডিমলায় দোকান ও বাড়ি ভাংচুর: আহত ৬

ডিমলায় দোকান ও বাড়ি ভাংচুর: আহত ৬

ডিমলা (নীলফামারী), ১৯ এপ্রিল, এবিনিউজ : গত ১৭ এপ্রিল ডিমলা উপজেলা নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের ঘাটের পাড় এলাকার মহিলা মুদির দোকানদার লিপি বেগম, স্বামী- আনোয়ার হোসেনকে বাড়িতে কেউ না থাকায় একই এলাকার সাইদুল ইসলাম, পিতা- মৃত: জমছের হোসেন, উল্লেখিত সাইদুল লিপির দোকানে খরচ নিয়ে লিপির বাসায় ঢুকেন।

বাড়িতে কেউ না থাকায় লিপি বেগমের শালীনতা নষ্ট করার চেষ্টা করলে সে মুহুর্তে তার স্বামী ও এলাকাবাসী যুবক সাইদুলকে আটক করে রাখেন।

এ ঘটনায় সাইদুল এর লোকজন তাৎক্ষনিক গয়াবাড়ী ইউনিয়নের আনোয়ার হোসেন, পিতা- সোহরাব হোসেনকে খবর দিলে তারা ৩৫ জনের একটি দল মোটর সাইকেল যোগে দ্রুত ঘটনাস্থলে পৌছেন এবং লিপি বেগমের দোকান ও বাড়িঘর ভাংচুর করেন দোকানে রাখা ৫২,৫০০/- (বায়ান্ন হাজার পাঁচশত) টাকা এবং আটককৃত যুবককে ছিনতাই করে নিয়ে যায়।

লিপি বেগমের শিশু পুত্র লেমন, আকাশকুড়ি ঘাটের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র সহ লিপি বেগমের দুই মেয়ে সুমি ও মুন্নি, লিপি বেগমের স্বামী সহ ৬ জনকে প্রচন্ড মারপিট করেন এতে ৬ জন আহত হয়। আহতদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ডিমলা থানায় ১৯ জনসহ অজ্ঞানামা ১৫ জনকে আসামী করে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে লিপি বেগম সংবাদকর্মীকে জানান।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শিশু লেমনকেও প্রচন্ড মারপিট করে ও লিপি বেগমের একটি মেয়েকে মাটিতে ফেলে কয়েকজন যুবক তাকে বেধরভাবে লাথিগুড়ি মারে।

গুরুত্বর আহত শিশু লেমনকে এলাকার এম.পি, ইউএনও এবং পুলিশকে দেখায় লিপির মা অফিজা বেগম প্রতিবেদককে জানায় বাবা আমরা গরীব মানুষ আমাদের মামলা করলেও সঠিক বিচার হবে কি না জানি না।

এবিএন/বাদশা সেকেন্দার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত