
দুপচাঁচিয়া (বগুড়া),১৯ এপ্রিল, এবিনিউজ : দুপচাঁচিয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে আবু সুফিয়ান সবুজ (৩২) নামের এক মাদকসেবীকে ভ্রাম্যমান আদালত কারাদন্ড দিয়েছেন।
কারাদন্ডপ্রাপ্ত মাদকসেবী উপজেলার গাড়ি বেলঘড়িয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে আবু সুফিয়ান সবুজকে মাদক সেবনকালে পুলিশ আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও শাহেদ পারভেজ সবুজকে ২মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অপরদিকে বুধবার রাতে উপজেলার বড়ধাপ পাকা রাস্তা সংলগ্ন এলাকায় ২০০গ্রাম গাঁজা সহ রাখাল মাঝি (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে।
আটককৃত রাখাল উপজেলা সদরের মাঝিপাড়ার নিমাই মাঝির ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক মাদক সহ রাখাল মাঝিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
এবিএন/গোলাম মুক্তাদির/জসিম/এনকে