বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সড়ক দুর্ঘটনার কবলে ইবির শিক্ষাসফরের বাস: আহত ৭

সড়ক দুর্ঘটনার কবলে ইবির শিক্ষাসফরের বাস: আহত ৭

ইবি (কুষ্টিয়া),১৯ এপ্রিল, এবিনিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষাসফরগামী বাসের সঙ্গে কাঠবোঝাই এক ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার নওদাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে।

বিভাগ সূত্রে জানা যায়, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের বার্ষিক শিক্ষাসফরের বাসটি মেহেরপুরের মুজিবনগর যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে সকালে ছেড়ে যায়।

বাসটি কুষ্টিয়ার নওদাপাড়া নামক স্থানে পৌঁছালে কাঠবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাম্পাসের বাসটিকে ধাক্কা দেয়। এতে করে ৪ছাত্র ও ৩ছাত্রী আহত হন।

শিক্ষাসফরের দায়িত্বরত শিক্ষক আনিচুর রহমান বলেন, আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, 'ঘটনাটি শুনেছি। আল্লার রহমতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আমি শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজ নিয়েছি।'

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত