শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে বিনা টিকিটে রেল ভ্রমণ: ২৪৫ যাত্রীর জরিমানা

লালমনিরহাটে বিনা টিকিটে রেল ভ্রমণ: ২৪৫ যাত্রীর জরিমানা

লালমনিরহাটে বিনা টিকিটে রেল ভ্রমণ: ২৪৫ যাত্রীর জরিমানা

লালমনিরহাট,২০ এপ্রিল, এবিনিউজ : লালমনিরহাটে বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণের দায়ে ২৪৫ যাত্রীর জরিমানা করেছে রেলওয়ে বিভাগ।

এ সময় যাত্রীদের কাছ থেকে ৮৮ হাজার ৪১০ টাকা জরিমানাসহ সম পরিমান ভাড়া আদায় করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে রুটের বিভিন্ন স্থানে ৪ টি এক্সপ্রেসের ৮ টি ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করে রেলওয়ে বিভাগ।

লালমনিরহাট রেলওয়ের এটিএস সাজ্জাত হোসেন জানান, লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক নাজমুল ইসলামের নেতৃত্বে রেলওয়ে বিভাগীয় রুটের বিভিন্ন স্টেশনে লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের আটটি ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিনা টিকিটে ভ্রমণের দায়ে ২৪৫ যাত্রীর কাছ থেকে ৮৮ হাজার ৪১০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত