![গাজীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/death_abnews_24_136044.gif)
গাজীপুর,২০ এপ্রিল, এবিনিউজ : গাজীপুর সিটি করপোরেশনের মীরেরবাজার (চামুড্ডা) এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৪ জন।
আজ শুক্রবার সকালে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের নাম মুখর উদ্দিন (৪৫)। তিনি শরীতপুরের নড়িয়া থানার জিনারা এলাকার আইজুদ্দিনের ছেলে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, সকাল পৌণে ৭টার দিকে ঢাকা বাইপাস সড়কের চামুড্ডা এলাকায় গাজীপুরগামী বাস এবং বিপরীতদিক থেকে আসা দ্রুতগ্রামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই বাসে চালক ও সহকারী ছাড়া অন্য কোন যাত্রী ছিল না।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত ট্রাক চালককে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় আহত হয় অন্তত ৪ জন। স্থানীয়রা আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান তিনি।
এবিএন/অালমগীর হোসেন/জসিম/নির্মল