খানসামা (দিনাজপুর), ২০ এপ্রিল, এবিনিউজ : চাকরির পরীক্ষা দিতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন দিনাজপুর সরকারী কলেজ হতে একাউন্টিং বিষয়ে স্নাতক পাশ করা আবু নাসের নেয়ামুতুল্লাহ নয়ন।
আজ শুক্রবার সকাল ৮ টায় খোলাহাটি ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজে মোটরসাইকেল যোগে চাকরির পরীক্ষা দিতে যাওয়ার পথে পার্বতীপুর-খোলাহাটি মহাসড়কে ট্রাকের নিচে পড়ে দূর্ঘটনার শিকার হন।
নিহত নয়নের বাড়ি উপজেলার তেবারিয়া গ্রামে এবং সে ঐ মোঃ নুরুজ্জামানের ছেলে।
নয়নের বন্ধু হালিম জানান, নয়ন সে সময় মোটরসাইকেলে চালিয়ে ছিল। আমি ও বন্ধু এমদাদ হোসেন ছোটন মিলে মোটরসাইকেলের পিছনে বসে ছিলাম। সড়কের পাশে জমানো পানি-কাঁদায় মোটরসাইকেল স্লিপ করে নয়ন ট্রাকের চাকার নিচে পড়ে আর আমি ও খোকন দু’জন দু’দিকে ছিটকে পড়ি পরে আহত অবস্থায় উঠে দেখি নয়ন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
পার্বতীপুর থানার ওসি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএন/এস.এম.রকি/জসিম/নির্ঝর