![কালিগঞ্জে ঘুর্ণিঝড় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/satkhira@abnews (3)_136053.jpg)
কালিগঞ্জ (সাতক্ষীরা), ২০ এপ্রিল, এবিনিউজ : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মৌতলা ইউনিয়নে ইউএসআইডি ’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রার আয়োজনে পানিয়া জন কল্যান সমিতির ফুটবল ময়দানে সাইক্লোন বা ঘুর্ণিঝড় বিষয়ক কর্মশালা ও মাঠ প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিতহয়।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার সময় কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত মাঠে এপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে এসময় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম এ্যাসোসিয়েটর প্রনব কুমার দে, মাহফুজুল হক, সত্য রঞ্জন তরফদার প্রমুখ।
উক্ত কর্মশালায় নবযাত্রা প্রকল্পের সদস্য এবং দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সমন্বয়ে মহড়া এবং সাগর পাড়ের গল্প নাকট নাটিকাটি মঞ্চস্থ করা হয়।
এবিএন/মোঃ রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর