
নন্দীগ্রাম (বগুড়া),২০ এপ্রিল, এবিনিউজ : জেলার নন্দীগ্রামে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী নুরুল ইসলাম(৫৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত নুরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের ভবানিপুর আমলা পুকুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নন্দীগ্রাম থানা আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারগারে পাঠানো হয়েছে।
নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) ইনামুল ইসলাম বিষটি নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালত অর্থ ঋণ আদালত আইনে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১৫ লক্ষ টাকা জরিমানা করেন।
এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/নির্মল