![মাতামুহুরী নদীতে ডুবে শিশুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/chiled_death_abnews_24_136061.gif)
চকরিয়া (কক্সবাজার),২০ এপ্রিল, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীতে ডুবে মোহাম্মদ জারিফ নামের তিন বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বিকাল ৫ টার দিকে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আবদুল বারি পাড়ার নিকটস্থ মাতামুহুরী নদীতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। শিশুর পিতা ওই এলাকার জাহেদুল ইসলাম।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বৃহস্পতিবার বিকালে পাড়ার ছোট্ট ছোট্ট শিশুরা মাতামুহুরী নদীর খেলা করতে নামে। ওদের সাথে শিশু জারিফও নদীতে খেলতে নামে। খেলার এক পর্যায়ে জারিফ পানিতে ডুবে যায়।
পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/নির্মল